
লাকসামে জামায়াত আমীরের
আগমন উপলক্ষে স্বাগত মিছিল
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে হাউজিং এস্টেট জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে স্বাগত মিছিলটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার প্রধান নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি জুবায়ের ফয়সাল, শ্যামপুর থানা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুর রব ফারুকী, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, জামায়াত নেতা দেওয়ান মাহবুব-ই-ছোবহানী খোকন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, লাকসাম পৌরসভা শিবির সভাপতি মোঃ নাজমুল ইসলামসহ হাজারো নেতাকর্মী।