রাজারহাটে নৈশ্য প্রহরী হত্যাকাণ্ডে ম্যানেজারসহ গ্রেফতার-২

আইন আদালত জাতীয় রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

রাজারহাটে নৈশ্য প্রহরী হত্যাকাণ্ডে ম্যানেজারসহ গ্রেফতার-২

মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির নৈশ প্রহরী তপন সরকার হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—প্রতিষ্ঠানটির ম্যানেজার লিটন এবং কর্মচারী আজম।

ডিবি পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের আব্দুর রহমান ডাক্তারের ছেলে ম্যানেজার লিটনকে তার নিজ বাড়ি থেকে এবং বৃহস্পতিবার কর্মচারী আজমকে তার কর্মস্থল থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে রাজারহাট উপজেলার আবুল খায়ের টোব্যাকো অফিস কক্ষের ভেতরে নৈশপ্রহরী তপন সরকারকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়।

এ সময় অফিস থেকে প্রায় ৪০ লাখ টাকার বেশি অর্থ লুটের অভিযোগ ওঠে।

ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে আসছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *