গণঅধিকার পরিষদ সহ-সভাপতির জামায়াতে যোগদান

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গণঅধিকার পরিষদ সহ-সভাপতির জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদ ত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন মোঃ হাসান খান।
গন অধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ছিলেন এবং মতলব উওর উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ছিলেন মোঃ হাসান খান।
উক্ত সংগঠন ও দায়িত্ব থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন মোঃ হাসান খান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোঃ হাসান খান।
সাক্ষাৎকালে ডা. আব্দুল মোবিন সাহেবের উপস্থিতিতে মোঃ হাসান খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *