পত্নীতলা ব্যাটালিয়ন’র অভিযানে মাদকসহ আটক-১

আইন আদালত জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

পত্নীতলা ব্যাটালিয়ন’র অভিযানে

মাদকসহ আটক-১

মাসুদ রানা, নওগাঁঃ

শুক্রবার ( ২৬ ডিসেম্বর) বিকাল ৫ টায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ তৌফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৩-এস হতে আনুমানিক ৩.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভেড়ম এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোবাইল এবং ১টি মোটরসাইকেলসহ ১ জন চোরাকারবারী মোঃ ওবাইদুল হক(৪২), পিতা-মোঃ গোলাম মোস্তফা, গ্রাম-কেশবপুর, পোস্ট-নাগরগোলা, থানা-পত্নীতলা এবং জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *