
শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায়
লালমাইতে জামায়াতের দোয়া
গাজী মামুন : লালমাইঃ
কুমিল্লার লালমাইয়ে জামায়াতে ইসলামী বাকই উত্তর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ভাবকপাড়া আল নূর ইবতেদায়ী মাদ্রাসা মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির দুইবারের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় প্রতিবাদের কণ্ঠস্বর ছিলেন শহীদ শরিফ ওসমান হাদি। তিনি স্বদেশ প্রেমের প্রেরণার বাতিঘর। হাদি যখন ভারতীয় আগ্রাসনের জন্য হুমকি হয়ে দাঁড়ালো, তখন তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হলো। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ওসমান হাদিরা বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের হৃদয়ে। আমরা মহান আল্লাহর কাছে আমাদের ভাই ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করছি হাদিকে শহিদ হিসেবে কবুল করে তাঁকে যেন জান্নাতের মেহমান বানিয়ে নেয়।
এ-সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুন নূর, সেক্রেটারী ইমাম হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিসবাহুল ইসলাম, কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, বাকই উত্তর জামায়াতের আমির মাওলানা মোতালেব হোসাইন, বাগমারা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা নঈম সিদ্দিকী, অধ্যক্ষ আমিনুল ইসলাম আনসারী, সফিকুর রহমানসহ অনেকে।