
ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন গুলিবিদ্ধ
হওয়ার ঘটনায় গ্রেফতার-৮
মোঃ আনিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা বলার সময় সাগর মিয়া (৩৫) নামে এক যুবককে গুলি করার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার পৌর এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মুন্সেফপাড়ার সাগর (১৯), একই এলাকার অনিক (২৪), জসিম (২৫), পৈরতলার রুবেল (২৫), মধ্যপাড়ার হৃদয় (২৫), সাব্বির (৩০), ফুলবাড়িয়ার রাজু (২৫), কাজীপাড়ার সাগর (২৪)। তাদেরকে আদালতের মাধ্যমে জলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় আহত সাগরের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সিসি ফুটেজের তথ্য যাচাইসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে বলে ই আটজনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে মুন্সেফপাড়া এলাকার খ্রিষ্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন ফুলাবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে সাগর।
এ সময় মুন্সেফপাড়া এলাকার কিছু যুবক দলবল সেখানে পৌঁছে সাগরের ওপর হামলা চালায়।
এ সময় সাগর গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।