হাদী’র গুলিবিদ্ধ চান্দিনায় এনসিপির বিক্ষোভ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় ঢাকা দুর্ঘটনা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

হাদী’র গুলিবিদ্ধ চান্দিনায় এনসিপির বিক্ষোভ

চান্দিনা প্রতিনিধিঃ

শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কুমিল্লা-০৭ আসনের চান্দিনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মনোনয়ন প্রত্যাশী জনাব আবুল কাশেম অভি’র নেতৃত্বে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি চান্দিনার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা এনসিপির সদস্য গাজী আলাউদ্দিন, জুলাই আহত যোদ্ধা শাকিল আহমেদ, ফয়েল আলমসহ চান্দিনা উপজেলার ছাত্রশক্তি, যুবশক্তি এবং বিভিন্ন ইউনিয়নের এনসিপির নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন শরীফ ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্র ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

সমাবেশ থেকে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি বন্ধ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এনসিপি নেতাকর্মীরা এ ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *