
মহেশপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রহমানের ৫৭ তম জন্মদিন
সুমন খাঁন, ঝিনাইদহঃ
নব্বই দশকের সাংবাদিক আব্দুর রহমান ১৯৮৫ সালে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক রানার দিয়ে শুরু করেন বর্তমানে দৈনিক ইত্তেফাক দৈনিক গ্রামের কাগজ ও জাগোরনী টিভিতে কর্মরত আছেন।
এছাড়া মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধানের দায়িত্ব পালন করছেন।
তিনি ঝিনাইদহ HRDF এর সভাপতি। ফতেপুর গ্রামে প্রতিষ্ঠা করেছেন মায়ের নামে গাজীরণ নেছা বালিকা বিদ্যালয়।
ফতেপুর ধাবক পাড়া মসজিদে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি সুনামের সাথে চার দশক মহান সাংবাদিকতা পেশায় কর্মরত রয়েছেন। তার অনেক লেখা মানুষের কল্যানে কাজে এসেছে।
দীর্ঘ পথচলায় তিনি মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছে।