রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের পর দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা !

আইন আদালত জাতীয় দুর্ঘটনা রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের

পর দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা !

রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান শিশুটিকে উদ্ধার করার খবর বিবিসি বাংলাকে নিশ্চিত করেন। শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় বলে তখন জানান তিনি।

প্রায় ৩২ ঘণ্টা পর অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস এবং তার অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করে।

বৃহস্পতিবার রাত ৯টা ৭ মিনিটের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, শিশুটিকে ৬০ ফুট নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

এদিকে তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু সাজিদকে হাসপাতালে ৯টা ২০ মিনিটের দিকে নিয়ে আসা হয়, রাত ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

এর আগে, শিশুটির স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের (ভেন্টিলেশন) জন্য যে পাইপটি গর্তের ভেতরে ঢুকানো হয়েছিল সেটি সরিয়ে ফেলার তথ্য বিবিসি বাংলাকে জানান তানোর ফায়ার সার্ভিসের কর্মী মেহেদী হাসান।

আজ বিকেল পৌনে চারটার দিকে তিনি জানিয়েছিলেন, গতকাল বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিশুটির আওয়াজ পেয়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকেলের পরে সারারাত তার আর কোনো আওয়াজ পাওয়া যায়নি।

তবে গতকাল সারারাত এবং সকালেও ভেন্টিলেশন পাইপ চালু ছিল এবং বৃহস্পতিবার সকালের পর সেটি বন্ধ করা হয় বলে জানান মি. হাসান।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *