
লাকসামে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা শুরু
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে লাকসাম স্টেডিয়াম থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়।
মোটরসাইকেল শোভাযাত্রা উদ্বোধন করেন লাকসাম-মনোরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী
ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
এ সময় বক্তব্য রাখেন সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক এ এফ এম সোলাইমান চৌধুরী, উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আইনের পিপি এডভোকেট বদিউল আলম সুজন, কুমিল্লা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হুসাইন আহমেদ,
সাবেক ছাত্রনেতা হামিদুর রহমান সোহাগ, পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন।
মোটরসাইকেল শোভাযাত্রাটি লাকসাম স্টেডিয়াম থেকে শুরু হয়ে লাকসাম দৌলতগঞ্জ বাজার প্রদক্ষিণ করে লাকসাম পুর্ব, আজাগরা, উত্তদা ইউনিয়ন প্রদক্ষিণ করে মনোহরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করেন।