পাবনায় পর্যটকদের জন্য উন্মুক্ত লাইব্রেরী উদ্বোধন

আইন আদালত জাতীয় রাজশাহী শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

পাবনায় পর্যটকদের জন্য উন্মুক্ত লাইব্রেরী উদ্বোধন

মোঃ রিফাত, পাবনাঃ

বাংলাদেশের মানুষ পাঠাভ্যাসে বিশ্বে অনেক পিছিয়ে আছে, কয়েকদিন আগেই এমন একটি জরিপের সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এখনও এদেশের তরুণরা বই পড়েন, বই পড়ানোর উদ্যোগ গ্রহণ করছে।

 

গড়ে তুলছে পাঠাগার। চেষ্টা করছে এই প্রজন্মকে মোবাইল থেকে বইয়ের দিকে টানতে। এরকমই এক উৎসাহব্যঞ্জক কাজ শুরু হয়েছে পাবনার বেড়া উপজেলায়।

ভ্রমণ পিপাসু মানুষের জন্য জনপ্রিয় পাবনার বেড়া উপজেলার ডাকবাংলো সংলগ্ন বেড়া নৌ বন্দর।

শীতকালে মানুষের আনাগোণা শীতের দাপটে একটু কম হলেও গরম পড়তেই বাড়তে থাকে পর্যটকের সংখ্যা।

সামনে বিশাল বিস্তৃত যমুনার শাখা হুরাসাগর আর শিশু-কিশোরদের মিলনমেলায় স্থানটি এখন খুব পরিচিত বিনোদন কেন্দ্রও। এখানেই বই পড়–য়াদের পাঠাভ্যাসে একটু আনন্দ দিতে তরুণদের উদ্যোগে তৈরি হয়েছে কুঁড়েঘর পাঠাগার। এর উদ্যোক্তা মূলত শিক্ষার্থী সহযোগিতা সংগঠন। তরুণদের বইয়ের সহযোগিতা করেন কলি প্রকাশনীর মহিউদ্দিন কলি।

আর পাঠাগার তৈরিরে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোরশেদুল ইসলাম। আপাতত ৩০০ বই নিয়ে যাত্রা শুরু হয়েছে কুঁড়েঘর পাঠাগারের।

প্রতিদিন বিকাল ৪-৬ পর্যন্ত খুলা থাকছে এই পাঠাগার।

ইতিমধ্যেই এই উদ্যোগ তরুণ সমাজের ভিতর ব্যাপক সাড়া ফেলেছে। যারা এখানে বেড়াতে আসছেন তাদের অনেকেই এখান থেকে বই নিয়ে পড়ছেন, আবার পড়া শেষে রেখে দিচ্ছেন। এসব মহৎ উদ্যোগেই হয়তো একদিন বাংলাদেশ পাঠাভ্যাসে এগিয়ে যাবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *