
শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে দফায়
দফায় সংঘর্ষ-অর্ধশতাধিক বাস ভাংচুর
বরিশাল প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে শুরু হওয়া একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
শনিবার রাত সোয়া ৭টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অর্ধশতাধিক বাস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রাত সোয়া ৯টা পর্যন্ত নথুল্লাবাদ এলাকায় চরম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকদের হামলায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রনেতা রাজু।
এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোটা নথুল্লাবাদ বাসস্ট্যান্ডজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
তারা একাধিক বাসের কাউন্টার এবং পার্কিং করা বিএমএফ, তুহিন, সামান্ত, জিএম এবং নিউ ভাই ভাই পরিবহনসহ অর্ধশতাধিক বাস ভাঙচুর ও বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে।
অন্যদিকে পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা দাবি করেছেন, শিক্ষার্থীদের হামলায় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিক এবং শিক্ষার্থীদের দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।