চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি বেবী টেক্সি ও অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ির সামনে এ ঘটনা। রাতে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

নিহতরা হলেন; চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়ার কালা মিয়ার ছেলে মমতাজ মিয়া, নাঙ্গলকোট উপজেলার মহেশ্বর গ্রামের আবুল বাশার ও তার স্ত্রী মোরশেদা বেগম।

আহতদের মধ্যে চারজন হলেন, নাঙ্গলকোট উপজেলার মহেশ্বর গ্রামের একই দুর্ঘটনায় নিহত আবুল বাশারের ছেলে আবু তৈয়ব, একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম, আলী হোসেনের ছেলে অটোচালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সোমবার মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা কাজী বাড়ির সামনে চৌদ্দগ্রামমুখী ট্রাকের সাথে বিপরীতমুখী একটি সিএনজি বেবী টেক্সি ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে সিএনজি বেবী টেক্সি ও অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে ধুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে দুইজন পুরুষ ও একজন নারীসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার করে।

নিহতরা সবাই সিএনজি বেবী টেক্সির যাত্রী। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বসহ অজ্ঞাত নামা আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যা পৌনে সাতটায় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম শেষ করে।

প্রত্যক্ষদর্শী হাফেজ মর্তুর্জা ও নাসরিন বেগম বলেন, সোমবার বিকেলে সিএনজি বেবি টেক্সি ও অটোরকিশা চালকদের অসচতেনতার কারণে দুর্ঘটনা হয়েছে। সড়কের মোড়ে গতি নিয়ন্ত্রণ না করায় তিনজন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এছাড়াও আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। ট্রাক, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন মারা গেছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *