
গৌরীপুরে বিএনপির ৫ নেতাকর্মী বহিষ্কার
গৌরীপুর প্রতিনিধিঃ
গৌরীপুর (ময়মনসিংহ), ০৯ নভেম্বর ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা ও পৌরসভার মোট ৫ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের নামে পাওয়া অভিযোগ ও নীতিবিরোধী কর্মকাণ্ডের প্রমাণকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিম্নলিখিত পাঁচ জনকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অবিলম্বে বহিষ্কার করা হলো-
১. আহ্বায়ক-আহাম্মদ তায়েবুর রহমান (হিরণ), গৌরীপুর উপজেলা বিএনপি।
২. যুগ্ম আহ্বায়ক-তাজুল ইসলাম খোকন, গৌরীপুর উপজেলা বিএনপি।
৩. সদস্্য- মাসুদ পারভেজ, গৌরীপুর উপজেলা বিএনপি।
৪. সদস্য সচিব-সুমিত কুমার দাস, গৌরীপুর পৌর বিএনপি।
৫. যুগ্ম আহ্বায়ক-মনিরুজ্জামান পলাশ, গৌরীপুর পৌর বিএনপি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত নেতারা দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা, রক্তপাতসহ অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে দলীয় অনুশাসনিক বিধি মোতাবেক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তটি কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হওয়ায় তা কার্যকর করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দলের সকল পদ স্থগিত করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দলীয় নেতারা বলেন—সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা ও মানুষের আস্থা রক্ষা করাই এই শাস্তিমূলক ব্যবস্থার উদ্দেশ্য।