লাকসামে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১৫ নেতাকর্মী আহত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১৫ নেতাকর্মী আহত

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৯ নভেম্বর (রোববার) দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে।
জানা যায়, ৯ নভেম্বর (রোববার) দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছনগাঁও গ্রামে বিএনপির মনোনয়ন প্রত‍্যশী সাবেক সংসদ সদস‍্য প্রয়াত কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিমের কন‍্যা বিএনপির একাংশের নেত্রী সামিরা আজিম দোলার উঠান বৈঠক চলাকালে অপর অংশের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রাপ্ত মো. আবুল কালামের সমর্থিত নেতাকর্মীরা সামিরা আজিম দোলার ওই উঠান বৈঠকে অতর্কিত হামলা চালায়।
এসময় বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা, বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হয়।
বিএনপি নেত্রী সামিরা আজিম দোলার সমর্থিত একাধিক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালামের নির্দেশে তার সমর্থিত নেতাকর্মীরা সামিরা আজিম দোলাকে হত‍্যার উদ্দেশ্যে গুলি করে এবং নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে। এসময় সামিরা আজিম দোলার ব‍্যবহৃত গাড়ি ভাংচুর করে কালাম গ্রুপের নেতাকর্মীরা।
পরে দোলা আজিমের সমর্থিত নেতাকর্মীরা আহত দোলা আজিমসহ অন‍্যান‍্য নেতাকর্মীদের উদ্ধার করে লাকসাম উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক দোলা আজিমকে উন্নত চিকিৎসার জন‍্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় লাকসামে থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে, সন্ধ‍্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম সমর্থিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নুর উল্ল‍্যাহ রায়হান বলেন, আজকের এই অনাকাঙ্খিত ঘটনায় দোলা আজিম সমর্থিত নেতাকর্মীরা তাদের অন্তকোন্দলে জড়িয়ে নিজেদের মধ‍্যে মারপিট করেছে। এতে আমাদেরও ৫ নেতাকর্মী আহত হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে আমাদের লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদসহ পুলিশ সদস‍্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *