
নিয়ামতপুরে হত্যায় জড়িত আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে ১১ বছরের মেয়ে মমতা আক্তার মিমকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ও আসামীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন মমতা আক্তার মিমের পিতা মিনহাজুল ইসলাম, মাতা আশা বেগম, চাচা আক্তার হোসেন ও পাড়ইল ইউনিয়নের সাবেক সদস্য পারুল বেগম।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, মামলাটি অতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এজাহারভুক্ত চার জন আসামিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।