
বুড়িচংয়ে শ্রীপুর ইসলামিয়া কামিল
মাদ্রাসার গর্ভনিং বডির সভা অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর শ্রীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার গর্ভনিং বডির প্রথম সভা গত বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ভূইয়া এবং পরিচালনা করেন মাদ্রাসার নব নিয়োগকৃত অধ্যক্ষ মুফতি এইচ,এম,মহি উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান।
মাদ্রাসার গর্ভনিং বডির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ড. আব্দুর রশিদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব জহিরুল ইসলাম কানুনগো, শিক্ষানুরাগী সদস্য আরবী বিশ্ব বিদ্যালয়ের মোঃ গোলাম হোসেন, দাতা সদস্য সুলতান আহম্মদ, অভিভাবক সদস্য আজাদ কামাল, শিক্ষক প্রতিনিধি মোঃ মামুনুর রশীদ, শিক্ষক প্রতিনিধি মোঃ মজিবুর রহমান, মোঃ গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য মোঃ মাহাবুবুর রহমান প্রমূখ।