কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক সম্মেলন ও উৎসাহ মূলক পুরস্কার বিতরণ

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক সম্মেলন ও উৎসাহ মূলক পুরস্কার বিতরণ

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

শুক্রবার ৭ নভেম্বর সকালে পল্লী সঞ্চয় ব্যাংক ( সমৃদ্ধি অর্জনের  ব্যাংকে) চট্টগ্রাম বিভাগ ২ এর ২০২৩ -২০২৪ অর্থ বছরের পারফরম্যান্স ভিত্তিক উৎসাহ মূলক পুরস্কার প্রদান এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্য মাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠান কুমিল্লা কোটবাড়ি বার্ড সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা পল্লী সঞ্চয় ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পল্লী ব্যাংক পরিচালক ও সদস্য নুরে আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের উপ-বস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মুনতাজের রাশেদীন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও সহযোগিতায় ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হালিম।

আরও বক্তব্য রাখেন ৬টি জেলার আঞ্চলিক কর্মকর্তা যথাক্রমে লক্ষীপুর পল্লী সঞ্চয় ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা আবদুর রহমান ফরিদ, নোয়াখালীর আঞ্চলিক কর্মকর্তা সজল দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, ফেনি জেলা আঞ্চলিক কর্মকর্তা নয়ন চন্দ্র দাশ, চাদপুর জেলা আঞ্চলিক কর্মকর্তা শরীয়দ উল্লাহ সায়েম, চান্দিনা উপজেলার শাখা ব্যবস্থাপক এম হাবিবুর রহমান, বুড়িচং উপজেলার শাখা ব্যবস্থাপক বিজয় দেবনাথ সহ ৫৩ টি উপজেলার শাখা ব্যবস্থাপক গণ উপস্থিত ছিলেন।

 পরে প্রধান অতিথি ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পল্লী ব্যাংক পরিচালক ও সদস্য নুরে আলম তালুকদার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপ-বস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান মাঠ পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কারী কর্মকর্তাদের মাঝে পুরষ্কার ও সম্মাননা বিতরণ করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *