
গৌরীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহেরগৌরীপুরে রবি মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বেলা ১১ টায় কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সুন্দা সরকার প্রমা,উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুর রহমান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লবসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা যেন পর্যাপ্ত সহায়তা পায়—সেজন্য কৃষি পুনর্বাসন, বীজ ও সার সহায়তা, প্রযুক্তি হস্তান্তরসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষকদের উৎসাহিত করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
এসময় চাষীদের মাঝে মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি, ফেলন ও অড়হড়সহ বিভিন্ন ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন।