
জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, সংশোধিত আরপিও বহাল রাখা ও পৃথক গণভোটসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৫: জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, সংশোধিত আরপিও বহাল রাখা ও পৃথক গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত সমমনা রাজনৈতিক দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১১ টায় বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
৫ দফা দাবিসমূহ:
১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর পৃথক গণভোট আয়োজন করা। সংশোধিত ও উপদেষ্টা পরিষদে অনুমোদিত আরপিওতে আর কোন ধরণের সংশোধন, পরিমার্জন বা পরিবর্তন না করা।
২। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কাযর্ক্রম নিষিদ্ধ করা।
কর্মসূচি:
১। ৬ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।
২। দাবীর বিষয়ে সন্তোষজনক কোন অগ্রগতি না হলে আগামী ১১ নভেম্বর, মঙ্গলবার ঢাকায় গণসমাবেশের কর্মসূচি পালন।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত ৮ টি রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিস আমীর মাওলানা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বিডিপি সভাপতি এডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক ও মাওলানা কুরবান আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব মো. কাজী নিজামুল হক নাঈম।