আলজেরিয়ার ৭১ তম জাতীয় দিবসে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

আন্তর্জাতিক জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

আলজেরিয়ার ৭১ তম জাতীয় দিবসে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

প্রেসবিজ্ঞপ্তিঃ
আজ ১ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় আলজেরিয়ার ৭১-তম জাতীয় দিবস উপলক্ষে হোটেল ‘লা মেরিডিয়ান ঢাকা’য় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকাস্থ আলজেরিয়ার মান্যবর রাষ্ট্রদূত মি. আবদেল ওহাব সালদানি ও মিসেস মারিয়াম সালদানির আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও সম্মানিত আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগদান করেন।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোউন এর উদ্দেশে আলজেরিয়ার ৭১-তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা মান্যবর রাষ্ট্রদূত মি. আবদেল ওহাব সালদানির নিকট হস্তান্তর করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় আলজেরিয়ার সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *