শাজাহানপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলাধুলা জাতীয় বিনোদন রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

শাজাহানপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মনোয়ার, শাজাহানপুরঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়া একতা যুব সংঘের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা শুক্রবার বিকেল ৪টায় সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তালেব বাদল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জজকোর্টের অ্যাডভোকেট মাসুম মিয়া।

আরো পড়ুনঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লেমন এবং সুজাবাদ দহপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু বক্কর সিদ্দিক ফিরোজ।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান দীপন, মইনুল হাসান রনি, বেল্লাল হোসেন, জাহিদুল ইসলাম, মইনুল হাসান মুন্নু, মিরাজুল ইসলাম, ও ফারুক প্রমুখ।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *