
নিয়ামতপুরে উপজেলা পরিষদের
মাসিক সমন্বয় সভা
মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুূশিদা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)মোস্তাহিদ হাসান কায়সার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর জন্য ৩০ পিচ অ্যান্টিভেনম প্রদান করা হয়। এখন থেকে সাপে কাটা রোগীকে আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই। সাপে কাটা রোগীর চিকিৎসা মিলবে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।