
ধুনট পৌরসভা বিএনপির
উদ্যোগে কর্মী সমাবেশ
মোঃ আনোয়ার হোসেন, বগুড়াঃ
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কল্পে পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে পৌর বিএনপির উদ্যোগে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুনঃ
ধুনট পৌর বিএনপির সহ সভাপতি ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহদত হোসেন মিলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিমুদ্দিন হারুন মন্ডল।
উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোখলেছুর রহমান বাচ্চু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আসাদুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মুনজিল হোসেন, সিনিয়র সদস্য শামসুদ্দিন মল্লিক প্রমুখ।