
মুরাদনগরে বদিউল আলম ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ
সফিকুল ইসলাম, মুরাদনগরঃ
ফলাফল বিপর্যয় রোধে অভিভাবকদের সাথে আলোচনা এবং তাদের সম্পৃক্ততা বাড়াতে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি, ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং অভিভাবকদের তাদের সন্তানদের লেখাপড়ার প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য উৎসাহিত করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আরো পড়ুনঃ
শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কলেজের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সাবেক গণপরিষদ সদস্য, একুশের জাতীয় পদপ্রাপ্ত এবং বিশিষ্ট শিক্ষা অনুরাগী আলহাজ্ব আবুল হাশেম এর কনিষ্ঠ পুত্র ও পরিচালনা পর্ষদের সভাপতি সামসুল আলম।
কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতার বড় ছেলে ও প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মঈন।
এ সময় আরো বক্তব্য রাখেন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ডা: ফারুক আজম, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, আজিজুর রহমান, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও মুরাদনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, অভিভাবক মুসলেহ উদ্দিন প্রমুখ।