জৈন্তাপুরে এডভোকেট জেবুন নাহার সেলিমের মত বিনিময় সভা ও লিফলেট বিতরণ

আইন আদালত জাতীয় রাজনীতি সারাদেশ সিলেট
শেয়ার করুন....,

জৈন্তাপুরে এডভোকেট জেবুন নাহার সেলিমের মত বিনিময় সভা ও লিফলেট বিতরণ

জাহিদুল ইসলাম জাহিদ, সিলেটঃ

সিলেটের জৈন্তাপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ই অক্টোবর) বিকেল ৩:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সদরে নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা বিএনপির সভাপতি ও ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ও সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট -৪ আসনের সাবেক সাংসদ প্রয়াত দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী, সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন নাহার সেলিম।

আরো পড়ুনঃ

বুড়িচংয়ে তেল পরিমাপে গড়মিল-মদিনা ফিলিং স্টেশনকে জরিমানা

 

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জেবুন নাহার সেলিম নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আগামীর দেশ গঠন ও দেশের মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বের কোন বিকল্প নেই।

তিনি বলেন তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আগামীর বাংলাদেশ গঠনের পথ প্রদর্শক। এই কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রতিটি তৃণমূল নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

এ সময় তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যকালে এডভোকেট জেবুন নাহার সেলিম আরো বলেন, জৈন্তাপুর গোয়াইনঘাট, কম্পানিগন্জের গন মানুষের নেতা মরহুম দিলদার হোসেন সেলিম এখনোও মানুষ তার কৃতকর্মকে শ্রদ্ধা ভরে স্মরণ করে।

তিনি বলেন, এই জনপদের সিংহভাগ উন্নয়ন মরহুম সেলিমের হাত ধরে হয়েছে। তিনি বলেন, এই সিলেট -৪ এর মানুষ দিলদার হোসেন সেলিমকে কি পরিমাণ ভালোবাসে সেটা তার মৃত্যুর পর চার চারটি জানাযায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমান দিয়েছে।

এ সময় তিনি বলেন, মরহুম দিলদার হোসেন সেলিম জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জের মানুষের উন্নয়ন নিয়ে অনেক স্বপ্ন ছিলো যা উনার জীবদ্দশায় সম্পূর্ণ বাস্তবায়ন করে যেতে পারেন নি। তার এই অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন এবং সিলেট-৪ এর মানুষের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে মহান জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তি সাপেক্ষে সকলের মূল্যবান মতামত ও রায় কামনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী এনায়েতউল্লাহ্, সাবেক সভাপতি ও ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন, উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুস শুক্কুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সোহেল, সদস্য দুলাল আহমেদ।

ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মেম্বার, ৩ নং চারিকাঠা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল আহমেদ, ৪ নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারি, সাধারণ সম্পাদক মুসলিম আলি বক্তব্য রাখেন। যুবদলের পক্ষ থেকে সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ, যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, নাজমুল হক ইয়াজুল বক্তব্য রাখেন।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবদুল্লাহ ইলিয়াস, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুন অর রশিদ সরকার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক মুমিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল মতিন খসরু, যুগ্ম আহবায়ক রহমত মারুফ, সদস্য ইমন আহমদ ইমু জৈন্তাপুর উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক তারেক আহমদ যুগ্ম সম্পাদক পাবেল আহমদ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম তৈয়ব আলি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কয়েস আহমেদ, তৈয়ব আলি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আলিম উদ্দিন, জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুবের আহমদ। নিজপাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সহ সভাপতি রাসেল আহমদ এ সময় মত বিনিময় সভায় জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি নেতৃবৃন্দের নিয়ে জৈন্তাপুর উপজেলা সদর ও পূর্ব বাজার এলাকায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *