
রাজারহাটে জামায়াতের আমিরের ব্যঙ্গ কার্টুন ফেসবুকে প্রচারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা মৌজার কালিরমেলা বাজারে ১৭ই সেপ্টেম্বর বুধবার সকাল ১০:০০টায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ -৯-২৫ইং তারিখে Milon Krisi নামের একজন বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতা তার ফেসবুক আইডিতে জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা:শফিকুর রহমানের ব্যঙ্গকার্টুনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে অরাজনৈতিক ভাষা ব্যবহার করে রাজনৈতিক শিষ্টাচার বহি:ভূত কাজ করেন।
এরই প্রতিবাদে বিদ্যানন্দ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে চতুরা কালিরমেলা বাজারের উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যানন্দ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কফিল উদ্দিন।
প্রতিবাদ সভায় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন এই ধরনের পোস্ট রাজনৈতিক শিষ্টাচার বহি:ভূত কাজ,একটি রাজনৈতিক দলের প্রধান কে নিয়ে এধরনের পোস্ট দেওয়ায় সাধারণ নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ হয়েছেন।যেন কোন মহুর্তে সংঘাত হতে পারে। কাজেই সংঘাত দ্বন্দ্ব এড়াতে অবশ্যই এধরণের উস্কানিমূলক পোস্টের যেন পুনরাবৃত্তি না ঘটে।
অন্যথায় স্থানীয় জামাতের নেতাকর্মীরা তাদের দলের নেতাকে নিয়ে এধরণের কাপুরুষোচিত কাজকে সহ্য করবেন না বলে হুশিয়ারী দেন।
এরকম পোস্ট যেন আর দ্বিতীয়বার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা না হয় সেব্যাপারে যুবদল নেতা মিলন কৃষি কে সতর্ক করে দেওয়া দেন বক্তারা।
উক্ত প্রতিবাদ সভা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন মজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াত নেতা নুর মুহাম্মদ, শাহ আলম, মশিউর রহমান, শহিদুল ইসলাম,নাহিদ ইসলাম প্রমুখ।