দুই বোনের ইসলাম ধর্ম গ্রহণ-নাম রাখলেন মারিয়াম ও হুমায়রা

আইন আদালত ইসলাম ধর্ম জাতীয় রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

দুই বোনের সলাম ধর্ম গ্রহণ-নাম রাখলেন মারিয়াম ও হুমায়রা

মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফেডারেশন বাজার এলাকার দুই বোন মারইয়াম জান্নাত ও হুমায়রা জান্নাত (পূর্ব নাম: স্নিগ্ধা রানী ও পূর্ণিমা রানী) স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

তাঁরা জানান, কোনো প্রকার চাপ, লোভ বা প্ররোচনা ছাড়াই সুস্থ মস্তিষ্কে ও স্বজ্ঞানে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। সম্প্রতি নোটারী পাবলিকের মাধ্যমে শপথনামা (এফিডেভিট) সম্পাদন করে তাঁরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

এফিডেভিটে মারইয়াম জান্নাত উল্লেখ করেন, ইসলাম ধর্মের আচার-আচরণ ও চালচলন তাঁকে অনুপ্রাণিত করেছে। তাই গত ১৫ সেপ্টেম্বর ইসলামী শরীয়াহ মোতাবেক কালিমা পাঠ করে তিনি নতুন নামে ইসলাম গ্রহণ করেছেন।

একইভাবে তাঁর বোন হুমায়রা জান্নাতও একই তারিখে ইসলাম গ্রহণ করেন।

দুই বোন জানান, তাঁদের ধর্মান্তরের জন্য কেউ দায়ী নয়। ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র ও রাষ্ট্রীয় সকল নথিতে তাঁদের ইসলামী নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছেন।

মৃত্যুর পর তাঁদের জানাজা ও দাফনসহ সব ধর্মীয় কার্যক্রম ইসলামী শরীয়াহ অনুযায়ী সম্পাদনের কথাও এফিডেভিটে উল্লেখ করেছেন।

তাঁরা পরিবারের জন্য হেদায়েতের দোয়া করেন এবং বন্ধু-বান্ধবসহ সবার প্রতি ইসলাম গ্রহণের উন্মুক্ত আহ্বান জানান।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *