গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আইন আদালত জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হুমায়ুন কবির, গৌরীপুরঃ

আগামী শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন ইউএনও আফিয়া আমীন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, সেনা ক্যাম্প ইনচার্জ আনোয়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম, উপজেলা আনসার ভি.ডি.পি কর্মকর্তা শহিদুল আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কমল সরকার ও সাধারণ সম্পাদক অমল দাস।

রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিস, উপজেলা জামায়াতের আমীর মোঃ বদরুজ্জামান, উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, উপজেলা এনসিবি সভাপতি মাহমুদুল হাসান, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুল ইসলাম, ডৌহাখলা ইউপি পূজারি বাবু মানিক সরকার ও মাস্টারপাড়া পূজারি অজিত চৌহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।

৫৫টি মণ্ডপে দুর্গোৎসব সভায় জানানো হয়, এ বছর গৌরীপুর উপজেলায় মোট ৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *