ব্রাহ্মণপাড়ায় ড্যাব সভাপতিকে গণসংবর্ধনা

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় ড্যাব সভাপতিকে গণসংবর্ধনা

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) ২০২৫ এর নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ বলেছেন,চিকিৎসা ক্ষেত্রেও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা বাড়াতে এবং জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে দেশের সকল হাসপাতালের চিকিৎসকরা সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

(১৩ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যায় তার নিজ জন্মস্থান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপারা ইউনিয়নবাসী ও আছাদনগর আবদুল মতিন খসরু কলেজের পক্ষ থেকে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

এ সময় তিনি আরও বলেন, বর্তমানে চিকিৎসকদের অদক্ষতা, অবহেলা ও ভুল চিকিৎসায় রোগীরা অঙ্গহানি বা অন্য কোনো জটিলতা কিংবা মৃত্যুবরণের শিকার হচ্ছে। নিরীক্ষা করতে গিয়েও নিয়মিত রোগীদের আর্থিক হয়রানির শিকার হতে হচ্ছে। ফলে দেশের চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা কমছে।

আরো পড়ুনঃ

শেরপুরে হত্যা প্রচেষ্টা মামলার বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

 

বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান আগামীর রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা ও গণতন্ত্র ফিরে আসবে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য এনামুল হক সরকার মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এবং কুমিল্লা-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হাজী জসিম উদ্দিন জসিম।

অনুষ্ঠানের শুরুতে আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন ফুলের তোরার মাধ্যমে তাকে সংবর্ধিত করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ড্যাব এর সভাপতি ডাঃ মোঃ মাসুম হাসান, কুমিল্লা মহানগর ড্যাব এর সভাপতি অধ্যাপক ডা: তৌহিদুর রহমান সুমন, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব এর সভাপতি ডা: মিনহাজুর রহমান তারেক, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মির্জা মোঃ তায়েবুল, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: আলী নূর মোঃ বশির আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূঁইয়ার রিপন, বিএনপি নেতা নজরুল ইসলাম, এ্যাডভোকেট শাহজাহান, মনিরুল ইসলাম বাবুল, কুমিল্লা জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা মাজারুল ইসলাম ভূঁইয়া, সৌকত আলী মাস্টার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মনির,সদস্য মনিরুল আলম বাবুল সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *