
লালমাইতে ট্রাকের চাকার নিছে মোটরসাইকেল
মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক, এই সড়কের জেলার লালমাই উপজেলার শেষ এবং লাকসাম উপজেলার শুরুর পথটি যেনো এক ভয়ংকর মৃত্যু ফাঁদ নামে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে।
প্রতিদিনই কোনো না কোনো দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে এই জায়গাটিতে। এত দূর্ঘটনা এত মৃত্যুর পরেও টনক লড়ছেনা প্রশাসনের। কখন বন্ধ হবে এই জায়গাটিতে মৃত্যুর খবর?
কুমিল্লা থেকে নোয়াখালী মুখি রাস্তার ফয়েজগঞ্জ পাম্পের দক্ষিণ পাশ পর্যন্ত ফোর লেন থাকলেও পাম্পের দক্ষিণ পাশ থেকে লাকসাম প্রবেশ মুখ থেকে আবার ২ লেন থাকায় অদক্ষ ড্রাইভারদের অসচেতনতার কারনে প্রতিদিনই দূর্ঘটনা হচ্ছে এখানে।
এইদিকে লাকসাম প্রান্ত থেকে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য আসলেই উলটা পথে, ভুল পথে প্রবেশ করে প্রায় ৯৮% বাইকার।
উল্টা পথে আসা মোটরসাইকেল গুলো হটাৎ সঠিক লেন বাম পাশ থেকে ডান পাশে চলে আসে পাম্পে প্রবেশ করার জন্য, ঠিক তখনই ঘটে দূর্ঘটনা।
কুমিল্লা প্রান্ত থেকে আসা বাস ট্রাক গুলো ফোরলেন থেকে টু লেনে প্রবেশের মুহুর্ত আর লাকসাম প্রান্ত থেকে আসা মোটরসাইকেল, পিকআপসহ অন্যান্য যানবাহন পাম্পে প্রবেশের যানবাহন একই সময়ে আসা মাত্রই ঘটে দূর্ঘটনা।
আবার, লাকসাম থেকে কুমিল্লা প্রান্তে যাওয়া যানবাহন গুলো ইজি ভাবে ফোর লেনে প্রবেশ করতে পারলেও কুমিল্লা প্রান্ত থেকে আসা লাকসাম প্রবেশের যানবাহন গুলো ফোর লেন থেকে টু লেনে প্রবেশ করার কারনে অদক্ষ ড্রাইভারদের অসচেতনতার কারনেও ঘটে দূর্ঘটনা।
এইদিকে, এই দূর্ঘটনার প্রতিকারে প্রশাসনের কোনো হস্তক্ষেপ এখনো নজরে না আসলেও ঘুমন্ত প্রশাসনকে জাগ্রত হওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় এলাকার জনগণ।