
চৌদ্দগ্রামে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে
একযোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে একযোগে উপজেলার ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। এতে অন্তত ১৫ হাজার শিক্ষার্থীর প্রত্যেকে একই সময়ে একটি করে ফলজ গাছের চারা রোপন করে অনন্য নজির স্থাপন করেছে।
রোপনকৃত ফলজ চারা গাছের মধ্যে রয়েছে আম, পেয়ারা, আমড়া, লিচু, কদবেল, বরই ও লেবু গাছের চারা।
এটি সম্ভব হয়েছে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন এর উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায়। ব্যতিক্রমী এমন আয়োজনের জন্য উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সচেতন অভিভাবক মহল উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সমগ্র উপজেলা জুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন ইউএনও মো. জামাল হোসেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম উপজেলার প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ এ উপলক্ষে প্রতিষ্ঠান ভিত্তিক ফলজ চারা গাছ (১৫ হাজার চারা) বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার ভুমি সাফকাত আহমেদ , কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জুবায়ের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল হুদা তালুকদার, পৌরসভা ইঞ্জিনিয়ার ওয়াসিম আহমেদ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানগণ সহ সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ।
এদিন চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার আওতাধীন মাধ্যমিক পর্যায়ের ১১১টি স্কুল, কলেজ, মাদরাসা এবং প্রাথমিক পর্যায়ের ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১৫ হাজার শিক্ষার্থী সরাসরি এ বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
রোপনকৃত প্রতিটি গাছের সাথে রোপনকারী শিক্ষার্থীর নাম-পরিচয় সম্বলিত একটি ‘নেমপ্লেট’ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থী রোপনকৃত চারা গাছটির নিয়মিত সঠিক পরিচর্যা করা সহ গাছের নিরাপত্তা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সুবিধাজনক সময়ে এক্ষেত্রে সার্বিক তদারকি করবেন।
বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নকালে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সচেতন অভিভাবকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।