
গৌরীপুরে চিকিৎসকের অবহেলায়
৫ মাসের শিশুর মৃত্যু !
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলার অভিযোগে ৫ মাস বয়সী ওয়ালিদ হাসানের মৃত্যু হয়েছে।
পরিবারের অভিযোগ, শিশুটি শ্বাসকষ্টে ভুগলেও জরুরি বিভাগের চিকিৎসক মো. শামীম আক্তার নোমান বারবার ভর্তি না করে শুধু ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন এবং ময়মনসিংহ মেডিকেলে রেফার করতেও অস্বীকৃতি জানান।
শুক্রবার ভোরে শিশুর অবস্থা গুরুতর হলে হাসপাতালে আনা হয়, কিন্তু সকাল সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর থেকে চিকিৎসক পলাতক। স্বজনদের দাবি—সময়মতো ভর্তি ও সঠিক চিকিৎসা হলে বাচ্চাটি বেঁচে যেত।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ বলছে, তদন্ত চলছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।