
সোনাইমুড়ী সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতির মৃত্যু !
জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সাবেক বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামালের মৃত্যুতে তার নিজ পরিবার ও বিএনপি নেতাকর্মীদের মনে শোকর ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার সকাল ৬:৩০ মিনিটের সময় রাজধানীর বারডেম হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক (সোনাইমুড়ী-চাটখিল) নোয়াখালী ১ আসনের মাননীয় এমপি ব্যারিস্টার
এ এম মাহবুব উদ্দিন খোকন ও বিএনপি’র নেতাকর্মীদের মনে শোকের ছায়া নেমে এসেছে।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তার মৃত্যুতে দল হারালো এক ন্যায় নিষ্ঠাবান ত্যাগী ও বিচক্ষণ এক নেতাকে।যাহা বর্তমান সময়ে তার এই শূন্যতা দল কাটিয়ে উঠতে বহু সময় লাগবে।
তিনি আরো বলেন, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি।আল্লাহ যাতে উনাকে জান্নাতুল ফেরদৌস এর মেহমান হিসাবে কবুল করে। (আমিন)
অপরদিকে তারে মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তির মাঝে শোক জানান।
তার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ শোক জানান।
নেতারা বলেন,আনোয়ারুল হক কামাল একজন ত্যাগী নেতা ছিলেন। তার এই মৃত্যুতে দলের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা প্রত্যেকে দোয়া করি মহান আল্লাহ তা’আলা যাতে উনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। (আমিন)