শাজাহানপুরে জামায়াতের উদ্যাগে যুব দিবস পালন

Uncategorized
শেয়ার করুন....,

শাজাহানপুরে জামায়াতের

উদ্যাগে যুব দিবস পালন

মনোয়ার, শাজাহানপুরঃ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে গিয়ে শেষ হয়।

্যালি পূর্ববর্তী যুব সমাবেশে উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

প্রধান অতিথি গোলাম রব্বানী তার বক্তব্যে বলেন, “দিন যত যাচ্ছে বাংলাদেশে যুবসমাজের মাঝে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। বেকারত্ব দূর করতে হলে নতুন নতুন শিল্প কারখানা চালু করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে যেন আর কোন ফ্যাসিবাদের জন্ম না হয়।

এজন্য আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া জরুরি। সুষ্ঠু নির্বাচন করতে হলে বিগত দিনে যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছে তাদেরকে এবার সেই দায়িত্ব না দেওয়া উচিত।

অন্যথায় সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।” উপজেলা যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক মাওলানা কাওছার আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।

সমাবেশ শেষে যুব নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার এবং যুব সমাজের অধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নোয়াখালীতে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার প্রদান


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *