
পীরগাছায় দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি
মোস্তাক আহমেদ (বাবু), রংপুরঃ
রংপুরের পীরগাছায় দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসক্লাব পীরগাছা কার্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে।
১২ই আগস্ট অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মূল প্রেক্ষাপট ছিল সহ-সভাপতি প্রেসক্লাব পীরগাছা মোঃ খোরশেদ আলমের দীর্ঘ ৪০ বছর ধরে পত্রিকাটির উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক ও প্রেসক্লাব পীরগাছা উপদেষ্টা মণ্ডলির সদস্য সচিব মোঃ আব্দুল মুত্তালিব মিয়া।
বিশেষ অতিথি ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের পিআইও মোঃ আলতাফ হোসেন এবং পীরগাছা মৎস্য কর্মকর্তা মোঃ হাকিবুর রহমান ও প্রেসক্লাব পীরগাছা সভাপতি তোজাম্মেল হক মুন্সী।
এছাড়াও সাধারণ সম্পাদক তাজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার বিভাগীয় ক্রাইম রিপোর্টার ও ফটো সাংবাদিক মোস্তাক আহমেদ বাবু, প্রেসক্লাব পীরগাছার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকেই অংশ নেন।