
লালমাইতে বাগমারা বাজারে মোবাইল কোর্টে জরিমানা আদায়
লালমাই প্রতিনিধিঃ
আজ ২৯ জুলাই মঙ্গলবার লালমাই উপজেলার বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে বাগমারা বাজারে ট্রাক রেখে যানজট সৃষ্টি ও জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটানোর অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ ধারায় ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে দুইজন হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দ্রব্য মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ জন ব্যবসায়ীকে ২০০০ টাকা অর্থদণ্ড এবং নিষিদ্ধ পলিথিন মজুদ করায় ২ জন ব্যবসায়ীকে ২০০০ টাকা অর্থদণ্ডসহ সর্বমোট ১৯০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন, লালমাই কর্তৃক মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।