লাকসামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে এ+প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লাকসাম উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৫ জুলাই) লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লাকসাম শহর শাখা শিবিরের সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম।‌
নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিবির সভাপতি রিফাত হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত উল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী, পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাওলানা সহিদ উল্লাহ, জেলা প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া আজাদ, ছাত্রশিবির লাকসাম পূর্ব সভাপতি রিয়াজ হোসেন, লাকসাম পশ্চিম সভাপতি সাইফুল ইসলাম সুমন,।
এ সময় লাকসাম উপজেলার ২৯টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *