বাকেরগঞ্জে নিউ লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসের উদ্বোধন 

অর্থনীতি জাতীয় বরিশাল সারাদেশ

বাকেরগঞ্জে নিউ লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসের উদ্বোধন 

মোঃ সুমন ভূঁইয়া,বরিশালঃ

অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন ও বিশেষায়িত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে বরিশাল জেলার বৃহওর বাকেরগঞ্জ উপজেলায় যাএা শুরু করেছে নিউ লাইফ কেয়ার মেডিকেল সার্ভিস।

সাধারণ মানুষের স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের কথা চিন্তা করে, বাকেরগঞ্জ-কালিগঞ্জ সড়কের বিআইপি কলোনী সংলগ্নে অত্যাধুনিক এই মেডিকেল সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৫’টায় নবনির্মিত মেডিকেলের নিজস্ব ভবনে দোয়া-মিলাদের মধ্যদিয়ে নিউ লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসের উদ্ধোধন করা হয়।

প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে শুক্রবার(১৮ জুলাই) ১’দিনের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাছির উদ্দিন রোকন ডাকুয়া, কো-চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক নাছিম সরদার, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম দুলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স কর্মরত সাংবাদিকসহ চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা।

আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত ও নিশ্চিত সেবার লক্ষ্যে নিউ লাইফ মেডিকেল সার্ভিসে থাকবে একজন ডাক্তারের সমন্বয়ে জরুরি বিভাগ।

এছাড়াও বহিঃবিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা নিয়মিত রোগী দেখবেন।

মেডিকেল সার্ভিসের কো-চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা বলেন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এ মেডিকেল সার্ভিসটি নির্মাণ করা হয়েছে।

নামমাত্র খরচে রোগ নির্ণয়ের জন্য এখানে রয়েছে আধুনিক ডায়াগনস্টিক ব্যবস্থা। হাসপাতালের ব্যবস্হপনা পরিচালক মোঃ নাসিম সরদার বলেন,সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক কমপ্লেক্স এবং নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার থাকবে।

এছাড়াও এখানে অক্সিজেন ব্যবস্থা, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি), সর্বাধুনিক কম্পিউটারাইজ্ড ল্যাবরেটরি, অনলাইন রিপোর্টিং সিস্টেম, সার্বক্ষণিক অটো জেনারেটর সার্ভিস, উন্নত মানের ফায়ার সেফটি ব্যবস্থাসহ ফার্মেসী সুবিধা রয়েছে।

ব্যবসা নয় সেবাকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। আমরা কারও প্রতিদ্বন্দ্বী হতে চাই না,অন্যান্য কোন প্রতিষ্ঠানের বদনামের লক্ষ্য আমাদের নয়, আমাদের প্রতিষ্ঠানে সেবা নিতে এসে কেউ হয়রানির শিকার হবে না, আমাদের ক্লিনিকে জরুরি সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক একজন এমবি বিএস ডাক্তার নিয়োজিত থাকবে।

‘স্বল্প খরচে দক্ষ চিকিৎসকের মাধ্যমে ও আধুনিক মেশিন রোগ নির্ণয়ের টেস্ট পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা শুরু।

সাধারণ ও জরুরি বিভাগে রোগীদের নিয়মিতভাবে সেবা দেয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে গৌরীপুরে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *