
আখাউড়ায় অগ্নিকাণ্ডে গার্মেন্টস
জুট মিল পুড়ে ছাই
মোঃ আনিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে প্রতিষ্ঠিত মেসার্স জননী ট্রেডার্স নামে এক গার্মেন্টস জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সঙ্গে একটি মুদি দোকানও পুড়ে ছাই হয়েছে।
স্বত্বাধিকারী মোঃ রুবেল মিয়া জানান, আজ মঙ্গলবার দুপুর ২ টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, অগ্নিকাণ্ডে আমার মিলের প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, তার সঙ্গে আমার একটি ডিপার্টমেন্টাল স্টোর ছিল তাও পুড়ে ছাই হয়ে গেছে।
এত করে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি। প্রতিষ্ঠানটির মালিক রুবেল মিয়া আরো জানান আমরা গার্মেন্টস পর্যন্ত এখানে মিলের মেশিনের মাধ্যমে তুলা তৈরি করে বিক্রি করতাম।