সোনাইমুড়ীতে ধানের শীষের প্রার্থীকে জিতাতে তৃণমূল বিএনপি ঐক্যবদ্ধ 

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে ধানের শীষের প্রার্থীকে জিতাতে তৃণমূল বিএনপি ঐক্যবদ্ধ 

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার তৃণমূল বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ধানের শীষের প্রার্থীকে জিতাতে মরিয়ান তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নোয়াখালী-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
দলটির তৃণমূলের নেতাকর্মীরা বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকল ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছি মাঠে ময়দানে। দলটির সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন দিদার বলেন,দলের জন্য আমরা যে কোন অগ্নিপরীক্ষা দিতে প্রস্তুত।
সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব মো.কুতুব উদ্দিন সানি যিনি বেশ কয়েকটি সমাবেশের মাধ্যমে তৃণমূলকে চাঙ্গা করে রেখেছেন, উপজেলা বিএনপির এই নেতা বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটের দিন কখন আসবে তৃণমূলের নেতাকর্মীরা অস্থির হয়ে আছে তাদের সেই কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা জিতাতে।
ঐ দিনে তারা ধানের শীষ প্রার্থীর গলায় বিজয়ের মালা পরিয়ে দিবে এমনটাই প্রত্যাশা তৃণমূল বিএনপির। দলটির পৌর বিএনপির আহ্বায়ক মোতায়ের হোসেন মানিক বলেন, ধানের শীষের প্রার্থীকে জিতানোটা এখন সময়ের ব্যাপার মাত্র।
পৌর বিএনপি’র সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব বলেন, আমরা পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড চষে বেড়াচ্ছি এবং ধানের শীষের প্রার্থীকে জিতানোর জন্য কাজ করতেছি। ইনশাআল্লাহ আগামী ১২ ই ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হবে।
সাবেক নোয়াখালী ১ আসনের এমপি ও দলটির হেভিওয়েট বর্তমান প্রার্থী ব্যারিস্টার এ এম মহবুব উদ্দিন খোকন বলেন, আপনারা জানেন আমাদের দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ দলের বা ধানের শীষ প্রতীকের বাইরে কোন নেতাকর্মী ভোট করতে পারবে না।
দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত। তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় হবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *