
গৌরীপুরে ৮ প্রার্থীর
মনোনয়নপত্র দাখিল
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪৮ ময়মনসিংগ-৩ গৌরীপুর আসনে ৮ প্রার্থী।
সোমবার (২৯ডিসেম্বর) দুপুর ২ টার পর দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারীকারী রিটার্নিং কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পার কাছে মনোনয়পত্র জমা দেন তারা।
এ সময় প্রতিটি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে গণমাধ্যমকে তারা বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারে নাই। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে জনগণ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা বলেন, এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি। অবৈধ অস্ত্র পুলিশ উদ্ধার করছে না। গ্রামগঞ্জের সন্ত্রাসীরা বিভিন্নভাবে নির্বাচন বানচাল করতে তৎপর হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুরে আসনে রোববার (২৮ ডিসেম্বর/২৫) মনোনয়নপত্র সংগ্রহ করেন ৮জন।
বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ইউএনও আফিয়া আমীন পাপ্পা।
তারা হলেন বাংলাদেশ নেজামে ইসলামের প্রার্থী মো. আবু তাহের খান, উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জামায়াতের আমির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বদরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর শাপলা কলি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম (কবি সেলিম বালা), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মো. ফজলুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, বাসদ (মার্কসবাদী) দলের কাঁচি প্রতীকের মনোনীত প্রার্থী গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক এ কে এম আরিফুল হাসান।