সুন্দরগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় যুবকের মৃত্যু !

আইন আদালত জাতীয় দুর্ঘটনা রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

সুন্দরগঞ্জে অজ্ঞাত গাড়ি

চাপায় যুবকের মৃত্যু !

 
এবি সিদ্দিক, গাইবান্ধাঃ
 গাইবান্ধার সুন্দরগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 সাইফুল ইসলাম পৌরসভার ৭নং ওয়ার্ডের রামডাকুয়া মহল্লার আঃ সাত্তারের ছেলে।
 শনিবার (২২ নভেম্বর) দুপুরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এর আগে সকালে সুন্দরগঞ্জ পৌরশহরের পূর্ব-বাইপাসমোড় নামক স্থান থেকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন থানা পুলিশ।
 স্থানীয়দের বরাত দিয়ে থানার এসআই শামসুল আলম বলেন, গভীর রাতে বা ভোরের কোন এক সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাইফুলের মৃত্যু হয়েছে বলে জানতে পান। তবে, গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। এমন খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *