
তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণ
জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীর নেতৃত্বে স্থানীয় মারকাজুল কোরআন হিফয মাদ্রাসায় উনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দু’আ শেষে উপস্থিত ছাত্রদের মাঝে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল খায়ের, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ইঞ্জিনিয়ার মনিম, সরোয়ার মোরশেদ শাওন, সজিবুর রহমান শান্ত, নজরুল ইসলাম সুজন, মোঃ বিল্লাল হোসেনসহ আরো অনেকে।