
লাকসামে ইয়াবাসহ আটক
মাদক কারবারির কারাদণ্ড
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজার এলাকায় মাদকের বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টিম। স্থানীয় সূত্রের ভিত্তিতে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক কারবারি সুমনকে আটক করা হয়। তার কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সুমনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
জানা যায়, অভিযুক্ত সুমনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একটি গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।
অভিযান শেষে আটক আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতে লাকসাম থানায় হস্তান্তর করা হয়।