গৌরীপুরে সমাবেশে হামলার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন

আইন আদালত জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে সমাবেশে হামলার প্রতিবাদে

বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
গৌরীপুর উপজেলা বিএনপি আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমকন হিরণসহ যুগ্ম আহবায়ক ও নেতাকর্মীদের উপর চাপিয়ে দেওয়া অনিয়মতান্ত্রিকভাবে ও একপাক্ষিক বহিষ্কারাদেশ প্রত্যাহার, দলীয় মনোনয়ন পরিবর্তন, এবং ৯ নভেম্বর ধান মহালে চলমান মহিলা সমাবেশে সংঘটিত হামলার সুষ্ঠু বিচার—এই তিন দফা দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় গৌরীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ কৃষ্ণচুড়া চত্বরের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও শতাধিক কর্মী
অংশনেন।
নেতৃবৃন্দ বলেন, গত ৯ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধান মহালে মহিলা দলের আয়োজিত সমাবেশে হঠাৎ অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় নারী ও শিশু সহ বেশ কয়েকজন আহত হলেও এখনো সুষ্ঠু তদন্ত হয়নি। হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, দলের মধ্যে উপজেলা বিএনপির আহবায়কসহ যুগ্ম আহবায়ক, সদস্যদের অনিয়মতান্ত্রিকভাবে চাপিয়ে দেওয়া একপাক্ষিক বহিষ্কারাদেশে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে আগামীদিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *