একটি দল ভোটারদের বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে-হাজী জসিম উদ্দিন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

একটি দল ভোটারদের বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে-হাজী জসিম উদ্দিন

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন অভিযোগ করে বলেছেন, ইসলামের নাম ভাঙ্গিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোটের জন্য প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটের জান্নাতের টিকিট বিক্রি করছে এবং সহজ-সরল নারীদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে, যা সরাসরি ধর্ম ব্যবসা ও প্রতারণার শামিল বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে ‘পূর্ণমতি তরুণ প্রজন্ম’ আয়োজিত ডাবল এলইডি টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

হাজী জসিম উদ্দিন আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ওই দল ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। তাই ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজের রাজনৈতিক পথচলার প্রসঙ্গে তিনি জানান, ৩০ বছর ধরে আমি এই জনপদে বিএনপির রাজনীতি করছি। দল ও তারেক রহমান আমার কাজের মূল্যায়ন করেছেন—এজন্য আমি কৃতজ্ঞ।

তিনি আরও আশ্বস্ত করেন যে, মনোনয়নপ্রত্যাশী দলের অন্যান্য নেতাদের সঙ্গেও ইতোমধ্যে কথা হয়েছে এবং শিগগিরই সবাইকে সঙ্গে নিয়ে এক মঞ্চে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন।

এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, এমপি নির্বাচিত হলে এই অঞ্চলে ‘মাদক জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করবেন।

ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন বিভিন্ন শিল্পী গোষ্ঠী। সমাপ্ত হয় রাত ১২টার দিকে। খেলায় অংশগ্রহণ করেন পূর্ণমতি ভঙ্গুবাড়ি একাদশ বনাম পূর্ণমতি টাইগার একাদশ।

উক্ত খেলায় বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.এনামুল হক এর সভাপতিত্বে খেলা উদ্বোধক ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জাবেদ কাউছর সবুজ, অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন।

সাহেবাবাদ ডিগ্রি কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মিঠুর সঞ্চালনয় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, আমন্ত্রিত অতিথি ছিলেন বুড়িচং উপজেলা বিএনপি নির্বাহী সদস্য নূরুল আমিন, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, দক্ষিণ জেলা যুবদলের সদস্য আরিফুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মাসুদুর রহমান টুটুল।

উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু নাসির মুন্সি, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন ভূইয়া, মনিরুল ইসলাম ভূইয়া, নাজির মাহমুদ নছির, কাউসার আহমদ, শামীম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব মোঃ আব্দুল আলিম, উপজেলা জাসাসের সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সানা উল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন আহাম্মদ পাখী, সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ, তানজিবুর রহমানসহ উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *