
লালমাইয়ে ধানের শীষের
পক্ষে প্রচারণায় জনস্রোত
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লা-১০ (লালমাই-লাঙ্গলকোট) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়ার পক্ষে লালমাই উপজেলার সর্বস্তরের জনগণ ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন।
লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা ও প্রচারণা চালান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
প্রচারণাকালে বক্তারা বলেন, “জনগণের ভোটে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়াকে বিজয়ী করার আহ্বান জানান।