
বুড়িচংয়ে দিন দুপুরে মোটরসাইকেল চুরি !
সৌরভ মাহমুদ হারুন. বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের ডাচ বাংলা ব্যাংকের নিচ থেকে দিন দুপুরে এফ আর সি ৪ জি আটি আর একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার ৭ নভেম্বর দুপুর ২. ১০ মিনিটে এ মোটর সাইকেল চুরির ঘটনায় বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় অভিযোগ এবং বাদী সায়মন জানান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর বেড়ি বাড়ির আলমগীর হোসেনের ছেলে সামিউল বাছির সায়মন উপজেলা সদরে দক্ষিণ বাজার ডাচ্ বাংলা সংলগ্ন স্থানে তাদের বাসা।
ডাচ্ বাংলা ব্যাংকের নীচে গ্যারেজে তালাবদ্ধ তার মোটর সাইকেল টি রেখে জুমার নামাজ পড়তে যায়। নামাজ শেষ করে এসে দেখতে পায় গ্যারেজ থেকে তার মোটর সাইকেল টি চুরি হয়ে গেছে।
আসে পাশের সিসি টিভর ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেখা যায় দুই যুবক মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছে।
বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে মোটর সাইকেল এর সন্ধান না পেয়ে রাতে বুড়িচং থানায় একটি অভিযোগ করে সামিউল বাছির বাদী হয়ে।
এব্যপারে মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই মাজেদ সরকার বলেন মোটর সাইকেল চুরির ঘটনায় বুড়িচং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং মোটর সাইকেল নিয়ে যাওয়ার দুই যুবকের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। আমরা পুলিশি অভিযান অব্যহৃত রেখেছি।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন আমরা মোটর সাইকেল চুরির অভিযোগ পেয়েছি। মোটর সাইকেল চোরদের সনাক্ত এবং উদ্ধারের অভিযান চালিয়ে যাচ্ছি।