আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে ২টি পরিবার নিঃস্ব-২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

অর্থনীতি জাতীয় দুর্ঘটনা সারাদেশ সিলেট
শেয়ার করুন....,

আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে ২টি পরিবার নিঃস্ব-২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জঃ

আজমিরীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায়, পার্শ্ববর্তী বানিয়াচং থেকে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই অগ্নিকাণ্ডে দুইটি পরিবার নিঃস্ব হয়েছে ।

এই ঘটনাটি ঘটে আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পাহাড়পুর মাষ্টার পাড়া গ্রামে।

স্থানীয় সুত্রে জানা যায়, ৮ই নভেম্বর রোজ শনিবার আনুমানিক সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় পাহাড়পুর  মাষ্টার পাড়া গ্রামের সুবোধ লাল দাস ও অন্তলাল দাসের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘট।

পার্শবর্তি উপজেলা বানিয়াচং থেকে ফায়ার সার্ভিসের টিম আসার পূর্বেই অগ্নিকাণ্ডে দুইটি পরিবার নিঃস্ব হয়। রাস্তায় আগুন নিয়ন্ত্রণ খবর শুনে চলতি রাস্তা থেকেই ফায়ার সার্ভিস ফিরত স্টেশনে ফেরত যায়। প্রায় এক ঘন্টা এলাকাবাসীর চেষ্টার পর  আগুন নেভাতে সক্ষম হন। এর ভিতরেই দুটি পরিবারের ঘর পুড়ে চাই।

সুবোধ লাল দাস এর সঙ্গে মুঠোফোন আলাপ করে তিনি জানান আমার হাফ পাকা দোতলা ঘর পুরে ছাই ঘরের ভিতর ৮ভরি স্বর্ন নগদ টাকাসহ সব পুরে ছাই।

এই নিয়ে বদলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অরুন কুমার তালুকদারের সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান শনিবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময় পাহাড়পুর মাষ্টারপাড়া গ্রামের সুবোধ লাল দাস ও অন্তলাল দাসের বসত ঘরের সবকিছু আগুনে পুড়ে গেছে।

এতে দুইটি পরিবারের প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের উৎপত্তি ধারনা করা হয় বৈদ্যুতিক  শর্ট সার্কিট  থেকে।

ফায়ার সার্ভিসকে সঙ্গে সঙ্গে ফোন দেওয়া হলে তাহারা শিবপাশা আসলে এর ভিতরে  সবকিছু পুড়ে ছাই হয়। পাশে পুকুর থাকায় এলাকাবাসী সেচের মেশিন দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।

তিনি আর ও জানান ক্ষতিগ্রস্ত দুইটি পরিবার ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে জানানো হয়, ছবি ও ভিডিও ফোটেজ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ইউএনও নিবি রঞ্জন তালুকদার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ হয়নি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *